সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব কুটাহারা জামে মসজিদে আত্ তাকওয়া মুসলিম সংঘের আয়োজনে এবতেদায়ে দরসুল কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এমন মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্ তাকওয়া মুসলিম সংঘের মহাসচিব মাওলানা মুহাঃ মতিউর রহমান, মহাসচিব আত্ তাকওয়া মুসলিম সংঘ। কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আত্ তাকওয়া মুসলিম সংঘের প্রধান উপদেষ্টা ও আমীর মুফতী নূরুল করীম কাসেমী হাফিঃ । এসময় উপস্থিত ছিলেন আত্ তাকওয়া মুসলিম সংঘের সিনিয়র যুগ্ম-মহাসচিব হাফেজ মুহাঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মুহাঃ তামজিদ হাসান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুহাম্মদ রায়হান, কোষাধ্যক্ষ মুহাঃ রহমতুল্লাহ সৈকত, শিক্ষা সম্পাদক হাফেজ মুহাঃ মুরাদ হোসাইন, সিনিয়র যুগ্ম- সম্পাদক হাফেজ আব্দুল্লাহ সরকার, যুগ্ম-সম্পাদক হাফেজ মুহাঃ জাকারিয়া, প্রচার সম্পাদক মুহাঃ মাহির শাহরিয়ার হিমেল, দপ্তর সম্পাদক মুহাঃ রহমত আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও আত্ তাকওয়ার অন্যতম উপদেষ্টা মুহাঃ শাহাদৎ হোসাইন এবাদত, হাফেজ মাওলানা আরিফুর রহমান ও মাওলানা তৌফিকুল ইসলাম সহ অনেকেই।
আত্ তাকওয়া মুসলিম সংঘের ফ্রী কুরআন শিক্ষা কেন্দ্রে শিক্ষক হাফেজ মুহাঃ মাসউদুর রহমানের শিক্ষাদানে প্রাথমিক (নূরানী কায়দাহ) শিক্ষা অর্জন করা ২২’জন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা। একইসাথে প্রথম সবক প্রদান করেন আত্ তাকওয়ার আমীর মুফতী নূরুল করীম কাসেমী সাহেব হাফিঃ। পরে সবাই রমজান মাসের পবিত্রতা রক্ষা ও ছাত্রদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত শেষে ইফতার করেন।