সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট সীমান্ত এলাকার শতাধিক গরিব দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১’টায় আটাপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন আটাপাড়া গ্রাম বাংলার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সহায়তা তহবিল থেকে এলাকার গরীব অসহায়দের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি মোঃ আমানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহী সিদ্দিকুল আলম, ইউপি সদস্য মোঃ নওশাদ আলী মন্ডল, সংগঠনের সাবেক সভাপতি শ্রী অভিলাষ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক শ্রী পরিমল সরকার, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ হোসেন ও মাঠকর্মী মোছাঃ সুমাইয়া আক্তার সহ অনেকেই। আলোচনা শেষে গরীব অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন উপস্থিত অতিথিরা।