জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া বাজারে স্থাপিত সাথী হিমাগার লিমিটেড-৩ স্টোরে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি মৌসুমে এলাকার প্রান্তিক চাষী ও ব্যবসায়ীদের বীজ ও খাবারের আলু সংরক্ষণের উদ্বোধন করেন সাথী হিমাগার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলামের পক্ষে মোঃ আলমগীর কবির। বুধবার দুপুরে এলাকার শত শত আলু চাষী ও ব্যবসায়ীদের উপস্থিতিতে সাথী হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক মোঃ শামছুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সাথী হিমাগারের আই.টি অফিসার আব্দুল কাদের এর সঞ্চায়লনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওলাই ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শাইলট্টি কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ জাকারিয়া হোসেন, প্রভাষক মোঃ সাইদুর রহমান, কুসুম্বা ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক, হিমাগারের ম্যানেজার মোঃ শামছুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ রেদোয়ান হোসেন ফিরোজ, প্রকল্প পরিদর্শক মোঃ ইমন আলী বেপারী, ফোরম্যান মোঃ সাজু আহম্মেদ, আলু ব্যবসায়ী মোঃ সুজাউল ইসলাম মন্ডল ও মোঃ লুৎফর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।