সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক প্রতিরোধে ফুটবল ম্যাচ-২৫ অনুষ্ঠিত হয়। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও যুবকরা মাদকের পরিবর্তে নিজের শরীর সুস্থ্য ও সবল রাখতে এ ফুটবল ম্যাচের আয়োজন,। ৮০'দশকের মাঠ কাঁপানো এক সময়ের সাবেক খেলোয়াড়রা এ ম্যাচে ফুটবল খেলেন। পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের আয়োজনে শনিবার বিকালে পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, পৌর বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু চৌধুরী, সাবেক উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক এটিএম জাহিদুর রহমান রানা, সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন সাজা, সমাজসেবক রতন কুন্ডু ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হাই মাষ্টার সহ অনেকেই। দিনাজপুর সোনালী অতীত ফুটবল একাদশ (৩-১) গোলে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।