দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি: ঈদের আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে জয়পুরহাটে পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির উদ্যোগে কৃতিমুখ সংবর্ধনা, বার্ষিক স্মরণিকা উন্মোচন, রাফেল ড্র, শহীদ বিশালের পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতরের পরের দিন আজ ১লা এপ্রিল মঙ্গলবার সকালে পৌর শহরের লাঙ্গলহাটি সমিতির অফিস প্রাঙ্গনে রাষ্ট্রকে সম্মান জানিয়ে প্রথমে সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতের মধ্যে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পরে আমন্ত্রিত অতিথি বৃন্দদেরকে
শিক্ষার্থী সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বার্ষিক ২৪ তম স্মরণিকা "প্রবাহ" উন্মোচন করেন অতিথিবৃন্দরা। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষার্থী সমিতির সভাপতি এ্যাড: মাফিজুল সরকার।
সমিতির সাবেক ইভিপি ফিরোজ হোসেন ফাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আখের আওয়াল।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ও জয়পুরহাট জেলা সমিতি ঢাকার সদস্য সচিব জয়পুরহাট জেলার কৃতি সন্তান গোলাম মোসাদ্দেক (পলাশ)।
আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,পাঁচবিবি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, টাটকা বাজার ডট কম এর প্রতিষ্ঠাতা,পল্টন থানা সুজনের সেক্রেটারি ও শিক্ষার্থী সমিতির উপদেষ্টা রোটারিয়ান ইমরান হোসেন ইমু এবং সমিতির সহ-সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ। পরে কৃতি মুখ সংবর্ধনা,শহীদ নাজিবুল সরকার বিশালের পরিবারের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান ও রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
শেষে আবু রায়হান মুকুলকে সভাপতি ও রিক্কি কুমারকে সম্পাদক করে ২০২৫-২৬ সালের ১৭ সদস্য বিশিষ্ট একটি শিক্ষার্থী সমিতির নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
From
dobirul Islam
panchbibi
01326099442
01722691503