সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে “শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। পাঁচবিবি পৌর ছাত্রদলের আয়োজনে শহরের রাধাবাড়ি হেলাল মন্ডলের ইটভাটায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সমাপনী খেলায় উভয় দলের খেলোয়াড়দের উৎসাহ যোগাতে সমর্থকরা মাঠের বাহিরে ব্যান্ড বাজিয়ে নেচে গেয়ে আনন্দ করেন। সমাপনী খেলায় এডভোকেট নাজমুল ইসলাম জনির সভাপতিত্বে আলোচনা সভা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলেদেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মোঃ নাজমুল হক, যুগ্ন-সম্পাদক কাওসার মাহমুদ, মোঃ মোরসালিন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মামুন প্রধান, যুবদল নেতা নয়ন প্রধান, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, আবু তাহের, থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব রানা হোসেন রাব্বি ও মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইমানুর রহমান সহ অনেকেই। সমাপনী টুর্নামেন্টে মহীপুর ক্রিকেট একাদশ পাঁচ উইকেটে পুরানাপৈল একাদশকে পরাজিত করে বড় খাসি জয়লাভ করেন। গত ২৪ এপ্রিল শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্টটি ১৬’টি ক্রিকেট দলের অংশগ্রহণে উদ্বোধন হয়েছিল।