আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক শিক্ষাস্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় পাঁচবিবি রেল ষ্টেশন রোডের পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন মোড়ে এ মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলার সুনামধন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খাঁন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন,শালাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর মন্ডল, দারুল ইসলাহ্ একাডেমির প্রধান শিক্ষক মাওঃ আবুল বাশার, কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনিছুর রহমান, বালিঘাটা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ জয়নুল আবেদীন, শিরট্টি মোস্তাফাবিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল বারি, উচনা দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল মালেক, আয়মারসুলপুর হাজী মুনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম প্রমুখ। পরে ৬ দফা দাবী সংবলিত একটি স্বারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট প্রেরণ করেন।