আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনুর্ধ্ব ১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বের এ খেলায় আটাপুর ইউনিয়ন পরিষদ একাদশ, বালিঘাটা ইউনিয়ন পরিষদ একাদশকে ২-০ গোলে পরাজিত করে চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম. সামছুল আরেফিন আবু চৌধুরী, কুসুম্বা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সম্পাদক জিহাদ মন্ডল, ক্রীড়া সংস্থা সম্পাদক এটিএম জাহিদুর রহমান রানা, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এস.এম. রবিউল রহমান পিন্টু ও ক্রীড়া সংস্থা যুগ্ম সম্পাদক মোজ্জাফর রহমান সাজা প্রমূখ।
শেষে চ্যাম্পিয়ান ও রার্নার আপ দলকে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। এই টুর্নামেন্টে পৌরসভাসহ উপজেলার মোট ৯টি দল অংশগ্রহণ করে।