সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর আগ্রাসন, হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় বারোয়ারী চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরকদার রুকু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফৈরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব হাসানুজ্জামান রাব্বী, উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন, সদস্য সচিব মামুন দেওয়ান, মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রদলের সম্পাদক নাজমুল প্রমূখ।
বক্তারা বলেন, গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন, শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তব চিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরাইলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা। বিশ্বের সকল মুসলিমকে ইসরায়েল এর বিরুদ্ধে এক হওয়ার আহবান জানানো হয়।