সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে ইসরায়েল কতৃক চলমান গনহত্যা এবং ভারতীয় সরকারের মদদে ভারতের মুসলিম নির্যাতনের প্রতিবাদে পাঁচবিবিতে সংগ্রামী তাওহিদি জনতার বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বাদ জুময়া পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের উত্তর গেট থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিন করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখে পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন, মোয়াজ্জিন হাফেজ জামিল আহম্মেদ, গোস্তহাটি জামে মসজিদের ঈমাম মাওঃ আবু হোসেন, ছাত্র প্রতিনিধি আলামিন ফকির, কুসুম্বা ইউপির জামায়াত নেতা এনামুল হক, বণিক সমিতির রাফিউল ইসলাম রুবেল প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওঃ রুহুল আমিন।