সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
চলো বাংলাদেশ চলো বিশ্বউজানে চলো এই প্রতিপাদকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উদীয়মান বাংলাদেশ সামাজিক সেবা সংগঠনের (Ybsss) আয়োজনে আজ শনিবার বিকেলে এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সোহাগ পারভেজ। সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আরিফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মইনুল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,সরাইল কলেজের প্রভাষক আহসান হাবীব, ৪ নং বালিঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য মামুন সরকার রাশেদুল,বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ, পশ্চিম বীরনগর জামে মসজিদের সেক্রেটারি মোঃ আনতাজ মন্ডল প্রমুখ। শেষে ২জন মাদকসেবীকে ধরে পুলিশে সোপর্দ করার মধ্য দিয়ে সেমিনার সমাপ্ত করলো গ্রামবাসীরা। সেমিনারে পুটারবিলসহ আশপাশ গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।