সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আজ রবিবার সন্ধ্যায় থানার কনফারেন্স রুমে পাঁচবিবি থানার নবাগত অফিসার্স ইনচার্জ মোঃ মইনুল ইসলামের আহ্বানে পুরাতন ঐতিহ্যবাহী পাঁচবিবি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এস আই শহিদুল ইসলামের সঞ্চালনায় প্রথমে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
মতবিনিময় করেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী, সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু,সহ-সভাপতি সজল কুমার দাস, সাধারণ সম্পাদক আবু হাসান,সহ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাবেক সম্পাদক (ভারপ্রাপ্ত) উল্লাস কুমার হাজরা, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন, নির্বাহী সদস্য দুলাল অধিকারী, দবিরুল ইসলাম,বাবুল হোসেন, ও দেলোয়ার হোসেন প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নির্মল রায় ও শাহ সুলতান আহমেদসহ থানা পুলিশের স্টাফ বৃন্দ।