আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা এলাকায় দোকান ঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ১নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা (চৌধুরী পাড়া) গ্রামের মোঃ ছায়েম উদ্দিনের স্ত্রী মোছাঃ রিনা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন অসহায় নারী। পরিবারের সকলের জীবিকা ও সাংসারিক ব্যয় বহন করছি একটি মুদির দোকান ব্যবসার মাধ্যমে। দোকান ঘরটি ছিল পূর্ব বালিঘাটা (চৌধুরী পাড়া)-রামতনু-সুলতানপুর রাস্তার তিনমাথা মোড়ে রাস্তার পাশের্^ সরকারি জায়গাতে। আমার প্রতিপক্ষ একই গ্রামের মৃত মোজ্জাফর হোসেন চৌধুরীর পুত্র মশিউর রহমান চৌধুরী (মুকুল), পটু চৌধুরী, নান্নু চৌধুরীসহ তাদের ভাড়াটিয়া বাহিনী, টিএনটি পাড়ার শাওন, রহমান ও মুনিরের নেতৃত্বে ১৫-২০ জনের বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুইটি অটো ও ৫টি মটরসাইকেল যোগে আমার দোকান ঘরের সামনে এসে নেমেই অর্তকিত ভাবে আমাকে গালিগালাজ ও লাঞ্চিত করে দোকানঘর থেকে জোরপূর্বক বের করে দেয়।
তিনি আরো বলেন, ভাংচুর করার পর আমার দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ দোকানের যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায় এবং এলোপাতারীভাবে কুড়াল, খনতা, শাবল ও বড় হাসুয়া দিয়ে কুপিয়ে দোকানটি সম্পূর্ন ভাংচুর করে ফেলে। যাবার সময় তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। প্রমাণের জন্য তাদের ভাংচুরের দৃশ্য গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে রেখেছি আমি। এভাবে আমার দোকানঘর লুটপাট, ভাংচুর করার বিষয়টি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট সরেজমিনে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে প্রতিপক্ষ নান্নুর সাথে কথা বললে তিনি জানান, জায়গাটি আমাদের সম্পত্তি। জায়গাটি তাকে ছেড়ে দিতে বললে সে তালবাহনা করে। একারণে আমরা দোকান ভেঙ্গে সরে দিয়েছি।