সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির পশ্চিম রামচন্দ্রপুর এলাকার (পাঁচবিবি-হিলি) রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে। উক্ত স্থানে একাধিকবার সংগঠিত দুর্ঘটনায় অনেক মানুষ হতাহত সহ যানবাহনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রামচন্দ্রপুর গ্রামের একাধিক ব্যক্তি বলেন, আমাদের চোখের সামনে এমন বিভৎস দৃশ্য দেখে কষ্ট ও দুঃখ লাগে। রাস্তায় দূর্ঘটনায় প্রাণহানিতে কোন পরিবারে অশান্তির সৃষ্টি না হয় সেই লক্ষ্যে আমরা গ্রামবাসী প্রভুর নামে পুজো করেছি। সেইসাথে রাস্তার পাশের বট-পাকুড় গাছের মধ্যে বিয়ের আয়োজন করেছি। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর (হিন্দুপাড়া) রাস্তার পাশের বট-পাকুর গাছে নতুন ধুতি-শাড়ি পেঁচিয়ে গীতা পাঠের মধ্যদিয়ে পুজো ও বিয়ের আয়োজন করা হয়। শেষে উপস্থিত সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ ও মন্ত্র পাঠ করে বট-পাকুর গাছের বিয়ে দেয় গ্রামবাসীরা । এলাকার সনজিত মোহন্ত বলেন, ৮০’দশকে এই গ্রামের মিন্টু চন্দ্র সিং তার ছেলের সাথে একই এলাকার বিমল চন্দ্র মোহন্তর মেয়ের সঙ্গে বিয়ে দেয়। নবদম্পতির ভবিষ্যত জীবনের উন্নতি ও মঙ্গল কামনায় মিন্টু সিং বট-পাকুর গাছের মধ্যে বিয়ে দিয়ে ছিল। তারই ধারাবাহিকতায় গ্রামবাসী শুক্রবার সন্ধ্যায় আবারো রাস্তার দুর্ঘটনা রোধে ও পৃথিবীর সকল মানুষের মঙ্গল কামনায় ওই বট-পাকুর গাছের মধ্যে অনুষ্ঠানিকভাবে আবারো বিয়ের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন গ্রামের লিটন চন্দ্র, রেখা রানী, নিভা রানী, জ্যোৎস্না রানী ও শুক্লা রানী সহ অনেকেই।