আব্দুল কাইয়ুম, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে নিরাপদ উচ্চমূল্যের সবজি ক্যাপসিকাম উৎপাদনে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহগোতিায়, জাকস ফাউন্ডেশন, সবুজনগর, জয়পুরহাটের আয়োজনে আজ বুধবার পূর্ব কড়িয়া গ্রামে কৃষক মুনসুর আলীর উঠানে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। “ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম।
বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী, ধলাহার-০১ শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, ইউপি সদস্য নুরুল হোদা, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মেহেদুল হাসান, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন, সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরগণ আব্দুল মোত্তালিব, সুরুজ জামান, হাসান আলী, আবু হাসান কাঞ্চন সহ জাকস ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, উপকরণ, সরবাহকারী, সবজি পাইকার, আড়ৎদার ও কৃষকগণ। উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। ক্যাপসিকাম চাষি মোঃ মুনছুর আলী বলেন, তিনি প্রকল্পের সহযোগিতায় মাটি পরীক্ষা করে এবং মালচিং পেপার, নিরাপদ উৎপাদনের হাতিয়ার হিসেবে কেঁচো সার, ফেরোমন ফাঁদ, আঠালো হলুদ ফাঁদ, ট্রাইকোডার্মা, নিমপাতার রস, বিতৃষ্ণা ফসল (ঢেঁড়স) ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে ক্যাপসিকাম চাষ করেন। এতে তার উৎপাদন খরচ কম হওয়ায় পাশাপাশি অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভবান হচ্ছেন। তিনি এ পর্যন্ত ১৫ শতক জমি হতে ৩৫ কেজি ক্যাপসিকাম বিক্রয় করেন। তিনি আশা করছেন, ১৫ শতক জমি হতে তিনি প্রায় ২৫ হাজার টাকা আয় করবেন।