সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাট শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক পিয়াল আহমেদকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার প্রতিবাদে পাঁচবিবি থানা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকালে পাঁচবিবি স্টেশন রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথায় শেষ হয়। এসময় তিন মাথামোড়ে এক বিক্ষোভ সমাবেশে যুবদল ও ছাত্রদলের নেতারা অবিলম্বে দোষীকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
গতকাল রাতে জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে ছাত্রদল নেতা পিয়ালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন। আহত পিয়াল আহম্মেদ (৩২) জয়পুরহাট শহরের ইসলামনগর মহল্লার বাচ্চু মিয়ার ছেলে। বর্তমানে পিয়াল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
জয়পুরহাট সদর থানা পুলিশ জানায়, পিয়াল প্রতিনিয়ত রাতে জয়পুরহাট রেলস্টেশনে আড্ডা দেয়। গতকাল বুধবার রাতেও তিনি ওই এলাকায় ছিলেন। রাত ১১টার সময় জয়পুরহাট পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন পূর্ববিরোধের জের ধরে পিয়ালকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা পিয়ালকে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করে এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাঁচবিবি থানা যুবদল নেতা নয়ন প্রধান ও থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল বলেন , পিয়ালকে হত্যার উদ্দেশ্যে জখমকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় যুবদল ও ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলেও প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সদস্য সচিব নাহিদ হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল হোসেন রকি, মহিপুর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমানুর হোসেন ও যুগ্ম আহ্বায়ক আল ইমরান মন্ডল সহ অনেকেই।