সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ মামূনুর রশিদ মিল্টনের অপসারণ সহ গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেন সকল সদস্যরা। আজ রবিবার দুপুরে পরিষদের হলরুমের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য রুহুল আমিন।
তিনি বলেন, চেয়ারম্যান মিলটন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আ'লীগের জয়পুরহাট পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়া তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে পলাতক ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দোসর জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের আস্থাভাজন কর্মী।
হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি সঠিক সময়ে পরিষদে আসে না এতে নাগরিক সেবা বিঘ্নিত হয়।
চেয়ারম্যান পরিষদের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, সরকারী প্রণোদনার সার বীজ কৃষকের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করেন। ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষদের নিকট থেকে জন্মনিবন্ধন নাম সংশোধন বাবদ অতিরিক্ত ফি আদায় করেন। চেয়ারম্যান মিলটন তার ছোট ভাইয়ের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক/বিধবা ভাতার কার্ড বাবদ অসহায়দের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন । আমরা সকল সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘুষখোর চেয়াম্যানের অপসারণের দাবী জানাচ্ছি। এসময় তারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পরিষদ থেকে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে পরবর্তীতে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করব আমরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা ইউপি সদস্য আরমিনা বেগম, জাকির হোসেন, নুরুল হুদা, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মাহফুজুল আলম চপল ও তহমিনা বেগম।