সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
পাঁচবিবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান এর সঞ্চালনায় আলোচনা পেশ করেন পাঁচবিবি নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন,পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম,সাধারন সম্পাদক মোঃ আব্দুল হান্নান চৌধুরী,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),পাঁচবিবি উপজেলা বিএনপির সাংগঠনিক সেক্রেটারী মোঃ রেজাউল করিম,পৌর জামায়াতে আমীর মাওলানা আবুল বাশার ও আবু হাসান সাঃ সম্পাদক পাঁচবিবি প্রেেসক্লাব।
এছারাও বক্তব্য রাখেন পাঁচবিবি এল,বি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল হাই,বীর মুক্তিযোদ্ধা তোফায়েল হোসেন।পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, বায়ান্ন একটি চেতনা। যে চেতনা ধারণ করেই প্রতিষ্ঠিত হয়েছিল এ বাংলাদেশ। আমরা সবাই মিলে স্মরণ করব ভাষা শহীদদের কথা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা। বাংলা ভাষাকে উঁচুতে তুলে ধরতে হবে। তিনি বিগত জুলাই—আগষ্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও তাদের রুহের মাগফিরাত কামনা করেন।