লালমনিরহাট জেলা প্রতিনিধি:
আপনাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
জহির ইমাম কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তার শুভেচ্ছা বার্তায় কালীগঞ্জ উপজেলা ও দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কালীগঞ্জ উপজেলাসহ সর্বস্তরের মানুষ। ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বলেন, আমার কর্মস্থল কালীগঞ্জসহ বিশ্বের মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর সীমাহীন সুখ ও আনন্দের বার্তা নিয়ে আমাদের সবার মাঝে আসছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শেষ রোজা শুক্রবার। কয়েকদিন পর ঈদের দিন ঈদগাহ ময়দানে নামাজের পর সারা বিশ্বের মুসলিম ভাইদের জন্য উন্মুক্ত আনন্দের দিন। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে ও নিরাপদে ঈদ উদযাপন করুন। ঈদ মোবারক।
তিনি আরও বলেন, এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামে গ্রামে, সারা বাংলায়, সারা বিশ্বে। এই দিনে সকল শ্রেণী-পেশার মানুষ এক লাইনে দাঁড়িয়ে নিজেদের সন্দেহ ভুলে ঈদের নামাজ আদায় করে আনন্দ ভাগাভাগি করে।
ঈদ সবার মধ্যে গড়ে তোলে বন্ধুত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের নিঃশর্ত ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ, বাংলাদেশ হোক সম্প্রীতির দেশ, এখানে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করুক। ধর্ম সবার উৎসব, অনাদিকাল থেকে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। এই সম্প্রীতি আমাদের বিশ্বের জাতীয় ঐতিহ্য। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা, বিদ্বেষ ও সহিংসতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, সহনশীলতা এবং সমতা সহ সর্বজনীন কল্যাণকে আলিঙ্গন করে।
ইসলামের এই মহান বাণী ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের অর্থ এবং এর অন্তর্নিহিত অর্থ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। বিশ্ব শান্তি ও সম্প্রীতিতে ভরে উঠুক, মানবতার মুক্তির দিশা।তাই আসুন ঈদুল ফিতরের শিক্ষা থেকে সকল বিদ্বেষ ও হিংসা মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, উদারতা, সহানুভূতি, মানবতা ও মহানুভবতার একটি ঐক্যবদ্ধ ও প্রেমময় সমাজ ও দেশ গড়ার অঙ্গীকার করি।
তিনি আরো বলেন, এই পবিত্র দিনে কালীগঞ্জ উপজেলাসহ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে শান্তির প্রবাহ বয়ে যাক। ঈদুল ফিতরের শুভেচ্ছা। দূরে নয়, হৃদয়ে সবাই তোমার। প্রতিটি আনন্দের মুহুর্তে এটি মনে রাখবেন। সকল অফিসার, সৈন্য ও পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করব। ঈদে অভ্যন্তরীণ যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সেবা নিশ্চিত করতে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা যেখানেই থাকি প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করব। অসহায়-দুঃখী মানুষ যেন ক্ষুধার্ত না থাকে, বিত্তবানরা তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, অসহায় মানুষরাও ঈদের আনন্দে শরিক হয়।