ইসমাইলুল করিম( বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের লেবুছড়ির পাহাড়ি সড়কে পেছন থেকে দু'ট্রলি গাড়ির ধাক্কায় আহত হয়েছে ১৩ জন শ্রমিক। যারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে (শনিবার) ২৭ মে সকাল সাড়ে ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি এলাকায় পাহাড়ের ঢালু থেকে নামার সময় একটি শ্রমিকবাহী গাড়ি অপর এক টি শ্রমিকবাহী ট্রলি গাড়িকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোট ১৩ জন শ্রমিক আহত হয়। ঘটনাস্থল থেকে আহত ৯ জন শ্রমিক কে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে আহত ১জনের অবস্থা আশঙ্কাজনক।
বাকী ৪ জন শ্রমিক কে ঘটনাস্থল থেকে কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা আহতরা হলেন রমজান আলী (২৫),মো. ইউসুফ (৫০),ইব্রাহিম খলিল (৪৬), মো. হাবিব (৪৮), ফজুল করিম(৪৫), জাফর আলম (২৭),সৈয়দ হোসেন (৫২), পিতা-।আলী হোসেন (৪৫) সিদ্দিকী আহমদ(২৮), সর্ব সাং- রামু উপজেলা জোয়ালিয়ানালা এলকার বাসিন্দা।নাইক্ষ্যংছড়ি থানা'র ওসি( তদন্ত) মো. শাহাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।