বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বুরহানপুর গ্রামের লন্ডন প্রবাসী জাকির হোসেনের
বাড়ির সামনের একটি ড্রেনের গর্তে অবৈধ আগ্নেআস্ত্র সহ পাইপগান উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গতকাল বিকালে ওই এলাকায় তদন্ত করতে এসে পুলিশ এই অবৈধ অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার করলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি!
এ ব্যাপারে জাকির হোসেনের বোন সামিনা বেগম বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদের বাড়ীতে পুরুষ না থাকার সুযোগ নিয়ে আমাদের পরিত্যক্ষ জায়গা এই অস্ত্র রেখে আমাদের ফাঁসাতে চাইছে বলে আমরা মনে করছি।
এ ব্যাপারে পুলিশ ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে গ্রামের কবরস্থান নিয়ে গ্রামবাসীর সাথে লন্ডন প্রবাসী জাকির হোসেনের পরিবারের সাথে বিরোধ চলে আসছে। এতে, গত ৬ই জুন গ্রামবাসীর পক্ষের গেদা মিয়ার পুত্র রাহিম চৌধুরীর বিয়ে গেইট জাকির হোসেন বাড়ীর সামনের সরকারী রাস্তায় নির্মান করায় জাকির হোসেনের লোকজন তা ভেঙ্গে ফেলে। এতে গ্রামবাসী গেইট ভাঙ্গার কারন জানতে চাইলে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কয়েক রাউন গুলিবর্ষনও হয়, গুলিতে অনন্ত ২০/২২ জন লোক আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ সহ আশপাশের লোকজন এসে ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে রাহিম চৌধুরীর পক্ষে তার চাচাতো ভাই ফখরুল চৌধুরী বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। ঐ অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার বিকালে ওই গ্রামে তদন্ত করতে যান দায়িত্বপ্রাপ্ত পুলিশ সাব-ইন্সেপেক্টর জাহাঙ্গীর আলম ও এ.এস.আই বির্মল সহ সঙ্গীয় ফোর্স। অভিযোগ তদন্ত করতে গিয়ে ৫টি এমটি কার্তুজ ও ৩টি লোহার পাইপ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সাব ইন্সেপেক্টর জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি অস্ত্র উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, জুন মাসের ৮ তারিখ ৬নং দায়েরকৃত একটি মামলার তদন্ত করতে বুরহান পুর গ্রামে যাই। সেখানে তদন্তকালে মৃত কলমদর আলীর পুত্র জাকির হোসেনের বাড়ীর পূর্ব পার্শ্বের খালি জায়গার উত্তর পার্শ্বে নির্মিত একটি ড্রেইনের ভিতর থেকে গুলি সহ অস্ত্র উদ্ধার করি। এ ব্যাপারে তদন্ত চলছে।