শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

দ্বিতীয় সর্বোচ্চ আয়কর প্রদানকারী সেরা করদাতা আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু

উত্তর বাংলা
  • আপডেটের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

 

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ রংপুরের ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারীর সনদ ও ক্রেস্ট পেয়েছেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রংপুরের আরডিআরএস মিলনায়তনে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম তার হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু দীর্ঘদিন ধরে আয়কর দিয়ে আসছেন। তিনি লালমনিরহাট জেলার পুরাতন বাজার শহরের মৃত শফি উদ্দিন ও মৃত গোল ছাহেরা বেগমের ছেলে।

আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু বলেন, অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আয়করের হার কমানো হলে রিটার্ন দাখিলের সংখ্যা তিন থেকে চার গুণ বেড়ে যাবে। আয়কর মেলা এবং অন্যান্য কর সেবা কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি আয়কর হার হ্রাস জনগণকে উচ্চ আয়কর রিটার্ন দাখিল করতে উত্সাহিত করবে।

প্রসঙ্গত, আলহাজ্ব শেখ আবদুল হামিদ বাবু তার ব্যবসায়িক সাফল্য, সমাজসেবা এবং মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য অসংখ্য পুরস্কার পেয়েছেন।

তিনি সর্বদা প্রফুল্ল এবং তার রসবোধ দিয়ে সবাইকে মুগ্ধ করেন। তিনি একজন সদালাপী ও বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী হিসেবে সবার কাছে পরিচিত। তার নেতৃত্বের গুণাবলী অনেকের কাছে প্রশংসিত হতে পারে। পরিশেষে সকলের পরিবারের সাফল্য কামনা করছি।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102