আবীর হাসান স্বাধীন
কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে দ্বিতীয় স্থান অর্জন করায় এজাজ আহমেদ মামুন কে আদাবাড়ীয়া ইউনিয়ন শিক্ষক সমিতির পক্ষে থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সোমবার (১২জুন) সকাল ১০ টাই উপজেলার গরুড়া দায়েরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদাবাড়িয়া ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সাইদা সিদ্দিকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১১ নং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজা ও মশিউর রহমান, আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি মকবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খান নুন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
সংবর্ধনায় উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আমার সীমিত সামর্থের মধ্যে থেকেও জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও সুস্থ্য পরিবেশ নিশ্চিত করণে যথাসাধ্য চেষ্টা করেছি। আপনাদের দোয়া ও সহযোগীতায় আগামীতেও আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
দুই পর্বের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে, ১১ নং আদাবাড়িয়া ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সমন্বয়ে ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতি গঠিত হয়। গরুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলামকে সভাপতি ও মশাউড়া মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মহাম্মদকে সাধারণ সম্পাদক করে অন্যান্য শিক্ষকবৃন্দের সমন্বয়ে পুর্নাঙ্গ কমিটি গঠন করে অনুমান দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খান নুন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন ১১ নং আদাবাড়িয়া ইউনিয়নের সকল প্রাথমিক শিক্ষকবৃন্দ।