সপ্তাহের হাজিরা দেন ১দিনে
দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানুর আলী। তিনি স্কুল ফাঁকি দেওয়ার ওস্তাদ। যান না নিয়মিত স্কুলে। তবে হাজিরা খাতায় স্বাক্ষরের কোটা পূরণ করতে প্রতি সপ্তাহে স্কুলে যান একদিন। তাতেই তার দায়িত্ব শেষ। আর মাস শেষে তুলেন বেতন। এই স্কুলের একাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের এমন অভিযোগে এলাকায় রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী একাধিক ব্যক্তি এমন অভিযোগ করে জানান- ২০১৯ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান সানুর আলী। দায়িত্ব পেয়ে বেশ কিছুদিন ভালো ভাবেই গুরুত্বের সহিত দায়িত্ব পালন করেনও তিনি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় স্কুল ফাঁকিবাজি। তবে বিভিন্ন অজুহাতেই বেশি সময় তিনি স্কুল ফাঁকি দেন। এই প্রধান শিক্ষকের এমন দায়িত্বহীনতার কারণে এই বিদ্যালয়ে লেখাপড়ার ঘাটতি হচ্ছে যার ফলে শিক্ষার্থীরা পাচ্ছে না সঠিক পাঠদান।
ভারপ্রাপ্ত এই প্রধান শিক্ষক নিয়মতি প্রতিষ্ঠানে না আসায় একদিকে যেমন শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তেমনি অন্যদিকে শিক্ষার্থীরা সঠিক গাইডলাইন থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানুর আলী মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন- “আপনারা এগুলা তুকাইয়া থাকেন, মানুষ তার কাজেই স্কুল ফাঁকি দেয়। প্রতিষ্ঠান পরিচালনার কাজ কি আপনারা সাংবাদিকদের। অন্য কিছু লেখেন বলে ফোন রেখে দেন”।
এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অশোক রঞ্জন পুরকায়স্থের মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান- স্কুল এন্ড কলেজের প্রধানদের ওইসব বিষয়গুলো গর্ভনিং বডির সভাপতি দেখেন। তার পরেও আমি খুঁজ নিয়ে দেখবো।
Breitling replica show Swiss luxury replica Breitling watch here best cheap price with AAA High quality fake watches.
Les meilleures répliques de montres bon marché du Royaume-Uni AAA à des prix abordables peuvent être trouvées sur ce site Web.
Welcome to High Quality replica watches uk Online Store, Buy the Best Replica Watches in the UK.