শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইভটিজিং ও মাদক বিরোধী বিটপুলিশিং সভা অনুষ্ঠিত

উত্তর বাংলা
  • আপডেটের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬০ Time View

 

সোহেল মিয়া,দোয়ারাবাজার(সুনামগঞ্জ):
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ মে)) বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেবদুলাল ধর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, সমাজ সেবক কয়ছর আহমদ চৌধুরী।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর  বক্তব্যে বলেন, প্রতিদিনের বিট পুলিশিং কার্যক্রমে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ব্যাপক সাড়া জাগানো উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
পুলিশ ইচ্ছা করলেই ইভটিজিং, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। ইভটিজিং,জুয়া ও মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।ইভটিজিং, জুয়া ও মাদকমুক্ত এলাকা গড়তে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সমাজের সকল অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। সমাজের প্রত্যেক সচেতন মানুষকে এসব অপরাধ নির্মুলে এগিয়ে আসতে হবে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব।
তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যেশে বলেন মাদ্রাসায় আসা-যাওয়ার সময় রাস্তা ঘাটে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে পুলিশকে অবগত করলে দ্রুত সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দূষিদের আইনের আওতায় নিয়ে আসবে।
এসময় তিনি উপস্থিত লোকজনকে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।

এসময় দ্বীনেরটুক আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও জাকির হোসাইন,দোয়ারাবাজার থানার এএসআই শরিফ মিয়া,ইউপি সদস্য ইশ্রাঈল আলী,আফরুজা খানম,উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক সোহেল মিয়াসহ মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102