এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে খ্রিষ্টান সম্প্রদায় বড়দিন পালন করছে।
নানা আয়োজনে গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। রবিবার (২৫ ডিসেম্বর) বড়দিনে উপজেলার পাঁচ গির্জা ঝুমগাঁও রোমান ক্যাথলিক গীর্জা,ঝুমগাঁও প্রেসভেটেরিয়ান গীর্জা,কুশিউড়া রোমান ক্যাথলিক গীর্জা,মাঠগাঁও রোমান ক্যাথলিক গীর্জা ও দৌলতপুর রোমান ক্যাথলিক গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের এ উৎসব পালন করতে দেখা যায়। গির্জাগুলো পরিদর্শন করে দেখা যায়, গির্জায় বড়দিন উপলক্ষে প্রদর্শন করা হচ্ছে সদ্যজাত যীশু, যীশুর মা মারিয়া ও পূর্ণবয়স্ক যীশুর মূর্তি। খ্রিস্টানরা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন।
গির্জার দর্শনার্থীরা জানান, আজ আমাদের যীশুর জন্মদিন। তিনি এসেছিলেন মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য। তাঁর এই জন্মদিন আমাদেরকে কল্যাণ, সাম্য, সম্প্রতির শিক্ষা দেয়
পাদ্রী মাইকেল মারাক বলেন, নশ্বর এই পৃথিবীতে আমরা কেউই থাকব না। হিংসা, লোভ-লালসা থেকে ঈশ্বর আমাদের দূরে রেখে সবার মাঝে সুখ শান্তি দান করবেন, ক্রিসমাস ইভ এ ঈশ্বরের কাছে, এ বছর এটাই আমাদের প্রার্থনা।
ট্রাইব্যাল ওয়েলফেয়ার এসোসয়েশনের চেয়ারম্যান প্রত্যুষ সাংমা বলেন, সমগ্র বিশ্ববাসীর সুখ শান্তি কামনা করে এ বছর আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। বড়দিন মানে নতুন চেতনা ও মুক্তির কথা। সংগ্রামশীল পৃথিবীতে আমরা যেন ভালো থাকি এটাই আমাদের প্রার্থনা।
উপজেলার বিভিন্ন গির্জা পরিদর্শন করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি দেবদুলাল ধর, এস আই মিজানুর রহমান, বাশতলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার খাদেমুল ইসলাম, এস আই আসলাম,ইউপি সদস্য আল আমিন, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ভুইয়া, সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া, ,দোয়ারাবাজার ফায়ারসার্ভিসের অফিসার ইনচার্জ মোঃফাহিম আহমেদ, সিনিয়র ফায়ার ফাইটার বিল্লাল হোসেন,সাংবাদিক এনামূল করির মুন্না, শাহজাহান আকন্দ,মামুন মুন্সি প্রমুখ
Sunlight damages can compromise blood vessels and депантен мнения add to the formation of crawler veins.