বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

দেশজুড়ে   শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে সুনামগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন।

উত্তর বাংলা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৪৮ Time View

উত্তর বাংলা সংবাদ 

দেশব্যাপী শিক্ষকদের গায়ে হাত তোলা, হেনস্থা, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করাসহ লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

কর্মসূচিতে শহরের বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে শিক্ষকদের প্রতি সংহতি জানায়।

বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের হোসেন বখত চত্বরে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে সুনামগঞ্জ সরকারি কলেজ, পৌর কলেজ, সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, বুলচান্দ উচ্চ বিদ্যালয়, এইচ এম পি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। তারা শিক্ষকদের মর্যাদা রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ করেন।

সেখানে সংক্ষিপ্ত সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জের অন্যতম সমন্বয়ক ইমন দোজা বলেন, “সারাদেশে শিক্ষকদের হেনস্থা ও হয়রানি করা হচ্ছে। কোনো শিক্ষক যদি স্বৈরাচারের দোসরও হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন আছে। আমরা শিক্ষার্থীরা যথোপযুক্ত প্রমাণ উপস্থাপন করে আইনি দাবি জানাতে পারি। কোনোভাবেই আমরা একজন শিক্ষকের গায়ে হাত তোলতে পারি না।

“কিন্তু আমরা দেখছি জোর করে শিক্ষকদের পদত্যাগ করানো হচ্ছে, গায়ে হাত তোলা হচ্ছে। গাছের সঙ্গে বেঁধে, জুতার মালা পড়িয়ে হয়রানি করা হচ্ছে।”

 

তিনি বলেন, “এসব দেখে মনে হচ্ছে আমরা শিক্ষকদের মর্যাদা ভুলে যাচ্ছি। তাই কোনোভাবেই কোনো শিক্ষার্থী যাতে শিক্ষকদের গায়ে হাত তোলতে না পারে এবং তাদেরকে নির্যাতন করতে না পারে এজন্য আমরা তাদের পক্ষে আছি।”

আরেক সমন্বয়ক পৌলমী হাসান বলেন, “সারাদেশে কিছু বিপৎগামী শিক্ষার্থী শিক্ষকদের উপর হাত তোলছে। কোনোভাবেই আমরা আইন নিজের হাতে তোলে নিতে পারি না। শিক্ষককে মর্যাদার আসনে রাখতে হবে। শিক্ষকদের লাঞ্ছনা, অপমান ও অশ্রদ্ধা করে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।”

সুনামগঞ্জ এস সি গার্লস হাইস্কুলের ছাত্রী উম্মে মহুয়া বলেন, “এই শিক্ষকরাই আমাদের গড়ে তোলছেন। জাতি গঠনের কারিগর হচ্ছেন তারা। কিন্তু স্বৈরাচার সরকার পতনের পর সারাদেশে শিক্ষকদের উপর হামলা-নির্যাতন হচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা মেনে নিতে পারছি না। এ কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছি। যারা শিক্ষকদের অপমান ও লাঞ্ছিত করছে আমরা তাদের বিরুদ্ধেএ্যাকশন।

 

শেয়ার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও
© All rights reserved © 2022 Uttorbangla24 live
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102