মিনহাজুল হক বাপ্পী, রংপুর বিভাগীয় প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ১নং দুর্গাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি সদস্য মোঃ মোস্তাকিম আলীর সভাপতিত্বে বিশেষ সভায় প্যানেল চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুই ইউপি সদস্যকে নির্বাচন করা হয়।
তাদের মধ্যে ১ম প্যানেল চেয়ারম্যান হলেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন , ২য় প্যানেল চেয়ারম্যান হলেন ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সোহরাব হোসেন।
দুর্গাপুর ইউনিয়নের নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান আব্দুস সোহরাব হোসেন ১২ ভোটের মধ্যে ৯ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ায় সকল ইউপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে পলাতক দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু। তাই ইউনিয়ন পরিষদ সদস্যদের উদ্বেগ ও মতামতের ভিত্তিতে ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
আব্দুস সোহরাব আরও বলেন (২৩ সেপ্টেম্বর) তিনি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের কাগজপত্র পেয়েছেন। যতদিন পরিষদের দায়িত্ব পালন করে যাব ততদিন অসহায় গরিব গরিব মানুষের সেবা করতে পারব। তিনি অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।