স্টাফ রিপোর্টারঃ-
উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা রহঃ এর সুপ্রতিষ্ঠিত কুরআন প্রশিক্ষণ কেন্দ্র। সুনামগঞ্জের দোয়ারা উপজেলাধীন ২নং নরসিংপুর ইউনিয়নের অবস্থানরত চাইর গাঁও বাজার জামে মসজিদের দারুণ কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট শাখা কেন্দ্রের । বিদায়ী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়।
আজ ১৯ এপ্রিল ২৭ ই রামাদ্বান চাইর গাও বাজার মসজিদ প্রাঙ্গণে বিদায়ী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, চাইর গাও বাজার শাখা কেন্দ্রের সভাপতি, মোঃ আহমদ আলীর সভাপতিত্বে ও উক্ত কেন্দ্রের নাজিম মোঃ মুহিবুর রহমানও সহ নাজিম জি এস কছির আলীর যৌথ সঞ্চালায়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন "বেকা" সুনামগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সাইদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবকও
শিক্ষানুরাগী মাস্টার মোঃ মতক্কিন আলী সাহেব।
আরো বক্তব্য রাখেন, উক্ত শাখা কেন্দ্রের প্রধান ক্বারী মাওলানা ফখরুল ইসলাম সাহেব।উক্ত শাখার অর্থ সম্পাদক মোঃ আছাব আলী সাহেব। মাওলানা আরব আলী সাহেব। কাজির গাওঁ এইচ আর এফ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদ আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ক্বারী আব্দুল গফফার। ক্বারী গোলাম কিবরিয়া।ক্বারী আজহার উদ্দিন।ক্বারী জাকির হোসেন। ক্বারী আব্দুল জলিল। ক্বারীয়া সহ সমাজের মান্যগন্য ব্যাক্তি বর্গ। বক্তারা আরো বলেন কোরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে দীর্ঘ আলেচনা সহ উক্ত দারুল কেরাত শাখায় সম্পৃক্ত থেকে আর্থীক সহযোগীতা সহ বিভিন্ন ভাবে সহযোগী করবেন বলে আশ্বাস প্রদান করেন।
পরিশেষে উক্ত শাখা কেন্দ্রের সভাপতির মোঃ আহমদ আলী সমাপনি বক্তব্য এবং প্রধান ক্বারী ফখরুল ইসলামের, দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।