তারুণ্যের সাহিত্য ম্যাগাজিন “কালের পথিক” এর তৃতীয় সংখ্যায় লেখা আহ্বান।
লেখার বিষয়বস্তুঃ
প্রবন্ধ, রম্য রচনা, গল্প, কবিতা, উপন্যাস, গদ্য, ইতিহাস, ভ্রমণ, ফিচারসহ যেকোনো ধরণের মৌলিক লেখা।
★ লেখা সম্পূর্ণ অপ্রকাশিত হতে হবে(বিজ্ঞান, গণিত বিষয়ক লেখা সংগ্রহ করে দেয়া যাবে। সংগ্রহের উৎস লেখার শেষের দিকে উল্লেখ করে দিতে হবে
★ লেখার শুরুতে লেখকের নাম, লেখার শিরোনাম উল্লেখ করতে হবে। ছড়া-কবিতা সর্বোচ্চ ১৬ লাইন, অন্যান্য লেখা সর্বোচ্চ ৬০০ শব্দের মধ্যে হতে হবে।
★ একদম নির্ভুল বানানে লিখতে হবে।
খ্যাতিমান কবি সাহিত্যিকদের লেখা তো থাকবেই আরো থাকবে তোমাদের অসাধারণ লেখাগুলো। তাহলে আর দেরি কেন, পাঠিয়ে দাও তোমার সেরা লেখাটি “কালের পথিক” মেইলে
লেখা পাঠানোর ঠিকানাঃ
kalerpothikmagazine@gmail.com
অনলাইন যোগাযোগঃ
facebook.com/ কালের পথিক
লেখা পাঠানোর শেষ সময়ঃ ২ই জানুয়ারি ২০২৩ইং এর মধ্যে।