মোছাঃ নিছপা আক্তার
বাহুবল, প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে মুককান্দি নামক স্থানে বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১০ এপ্রিল বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা হোমনা পরিবহন বাসটি যাত্রী নিয়ে বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুগকান্দী নামক স্থানে আসলে হালকা বৃষ্টিতে মহাসড়কে কিছুটা পানি জমে যায়। যে কারণে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সাইডে পড়ে উল্টে গিয়ে নারী পুরুষ সহ অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে বাহুবল বাহুবল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল কর্মী এসে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।