মুহাম্মদ আফজাল হোসেন, জামালগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ( ৫ অক্টোবর)সকালে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান তাহেরের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদের পরিচালনায় পরিচিতি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেনারবাক ইউনিয়নের টিম লিডার ও সহ সাংগঠনিক সম্পাদক আব তাহিনুর খাঁন উদয়।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহ সমন্বয়ক সেলিম আহমদ,সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল ইসলাম। সকল ইউনিয়নের নবাগত সমন্বয়কগণ ও ৬টি ইউনিয়নের টিম লিডার। এ সময় সংগঠনের সকল সদস্যগণ মুক্তভাবে বক্তব্য প্রদান করেন।
এ সময় লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে সবার উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবর ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়ক, সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন সমন্বয়ক,টিম লিডার ও সকল সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন জামালগঞ্জে অসহায়, হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। সুপার সিক্সটি সব সময় স্রোতের বিপরীতে মানুষের জন্য কাজ করছে। করোনা মহামারী,বন্যা,প্রাকৃতিক দূর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়িঁয়েছে সুপার সিক্সটি। ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করছে সংগঠনটি। এছাড়াও সহনীয় মূল্যে গরুর গোশত বিতরণ সহ সামাজিক বিভিন্ন কাজে মূখ্য ভূমিকা পালন করছে।
সুপার সিক্সটি জামালগঞ্জে অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে।অধিকার আদায়ের জন্য মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন করেছে। অন্যায়ের বিরুদ্ধে বিগত কয়েক বছর যাবত জামালগঞ্জের অসহায় হতদরিদ্র মানুষ থেকে শুরু করে সুশীল মহলে পর্যন্ত স্থান গড়ে নিয়েছে।