মুহাম্মদ আফজাল হোসেন ঃ
জামালগঞ্জ প্রতিনিধি ঃ
জামালগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাশ্রমে সমাজসেবা সংগঠন 'দেশ-প্রবাস' এর স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের লম্বাবাঁকের অসহায় ময়না বিবির ঘর তৈরি করে ময়না বিবিকে কাছে হস্তান্তর করা হয় ।
রবিবার বেলা ১২ ঘটিকার সময় জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সম্মিলিত দেশপ্রবাসের পক্ষ হতে এমন মহৎ কাজটি করে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা দিলওয়ার হোসেন বাবর,সভাপতি জনাব নুরুল হক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা চৌধুরী, সিনিয়র সদস্য মুনিয়া আক্তার ময়না, সিনিয়র স্বেচ্ছাসেবক সদস্য জসিম উদ্দিন,ইমরান হোসেন, ইরফান সাজ্জাদ, সোনিয়া, জাকিয়া সুলতানা রিয়া,মুক্তা মনি ,লিমন,রাকিবুল হাসান, সৌরভ, সানোয়ার, আঃরাহিম, সাগর, শোয়েব, ফয়সাল,প্রমূখ।
শত বছর বয়সী নিঃস্ব।নেই স্বামী। নেই কোনো সন্তানাদি। তিনি অসহায়। ময়না বিবি দেশপ্রবাস সংগঠন হতে ঘর পেয়ে অনেক সুখী।
ময়না বিবি দেশপ্রবাস সংগঠনের প্রতিটি সেচ্ছাসেবক ও সদস্যর মঙ্গল কামনা করেন।দেশ প্রবাসের এই উপকার আমি কখনো ভুবনা।