মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, জন্মের পর থেকে ১ মাস শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর ৬ মাস বয়স না হওয়া পর্যন্ত বাড়িতে একটি সুষম খাদ্য চালিয়ে যেতে হবে এবং মায়ের ২ বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো চালিয়ে যেতে হবে।
২০ ফেব্রুয়ারি ৬ থেকে ১২ মাস বয়সী শিশুদের ১ লাখ নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ২ লাখ লাল ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচি সফল করতে জেলায় ৬টি স্থায়ী ক্যাম্প ও ১ হাজার ১২০টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।
সিভিল সার্জন বলেন, ভিটামিন এ শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। এটি শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তিও বজায় রাখে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের ক্ষতি করে না। তিনি জেলার সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
ভিটামিন এ ক্যাপসুল গ্রহণের গুরুত্ব এবং ভিটামিন এ ক্যাপসুল এর প্রাণী ও উদ্ভিজ্জ উৎস সম্পর্কে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে।