আব্দুল কাইয়ুম,জয়পুরহাট:
জয়পুরহাটের ক্ষেতলালে র্যাবের অভিযানে পৌণে ২ কেজিসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস অপারেশনাল দল গত ৭ই জুন বুধবার রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার আয়মাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী
শ্রী প্রদীপ পাল (৩০), পিতা-শ্রী গিরেন পাল, সাং-দক্ষিণহাট শহর ও মোঃ আবু তালেব মন্ডল বাবু (৫২), পিতা-মৃত রইচ উদ্দিন মন্ডল, সাং- আয়মাপুর, উভয় থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাদ্বয়কে গ্রেফতার করে।র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় গাঁজা অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট খুচরা ও পাইকারী সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে।