সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
বিশ্ব মানবতার কল্যাণ ও দেশ মাতৃকার মঙ্গলনার্থে জয়পুরহাটের সদর উপজেলার উপর বয়ে যাওয়া ছোট যমুনা নদী তীরে বর্ণাঢ্য আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের দিনব্যাপী (অষ্টো প্রহর) ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
১২ এপ্রিল শনিবার সকাল বনখুর মহাশ্বশান কমিটির আয়োজনে এ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
এ ধর্মীয় সভা উপলক্ষে সারা দিন সনাতন ধর্মাবলম্বী নারী- পুরুষ ও ভক্তদের ধর্মীয় কীর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চার যুগের তারকব্রহ্মের নামে কীর্তন পরিবেশন করেন জয়পুরহাটের কালাই বলিগ্রামের নিত্যানন্দন সম্প্রদায়ের শ্রী তন্ময় কৃষ্ণ দাস, পাঁচবিবি মালিদহ গ্রামের মাধবীদেবী সম্প্রদায়ের কিশোরী অনন্যা সরকার দিশা।
উপস্থিত ছিলেন বনখুর মহাশ্বশান কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক উপেন্দ্র নাথ দাস, দপ্তর সম্পাদক শ্রী বিনেন্দ্র নাথ মহন্ত, কোষাধ্যক্ষ দিলীপ কুমার মহন্ত, প্রচার সম্পাদক তপন কুমার বর্মন ও সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র মহন্ত।