উত্তর বাংলা সংবাদ
ছাতক অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও মত বিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও ছাতক পৌর সভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরীর সাথে।
রবিবার (১৮ জুন) ভিন্ন ভিন্ন ভাবে পৌরসভায় ও শামিম আহমদ চৌধুরীর বাসভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ছাতক অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির, সিনিয়র সহ-সভাপতি শংকর দত্ত, সহ-সভাপতি এইচ এম আবু বকর, সাংগঠনিক সম্পাদক সুজন তালুকদার, সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম মেহেদী, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আবু বকর চৌধুরী, সদস্য মোঃ আলমগীর হোসেন সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নব-নির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্য আবুল কালাম চৌধুরী বলেন, প্রযুক্তির কল্যাণে সাংবাদিক বাড়ছে,এটা দেশের জন্য অত্যন্ত ভালো। সাংবাদিকতা একটি মহান পেশা। তাই এই পেশায় যারা জড়িত তারা হলো সমাজের দর্পন। কিন্তু বর্তমানে সাংবাদিকতার নামে অনেকে অপ-সাংবাদিকতায় জড়িত হয়ে পড়েছেন। যাদের প্রকৃতপক্ষে সাংবাদিকতার কোন যোগ্যতা নেই আজ তারাও সাংবাদিক।
শামীম চৌধুরী বলেন, গুজবে কান দেয়া যাবে না। বর্তমান সময়ে সাংবাদিকদের মাঝে এক প্রকার প্রতিযোগিতা চলে তা হলো কার আগে কে সংবাদ পরিবেশন করবে। দ্রুত সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয়া ভালো, কিন্তু সেক্ষেত্রে অনেকেই গুজব ছড়িয়ে দিচ্ছেন।খবরের সত্যতা নিশ্চিত না হয়ে সংবাদ তৈরি করে গুজব ছড়াচ্ছেন। যা সমাজ ও মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সে দিকে আপনাদের খেয়াল রাখতে হবে।