ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।
রবিবার (৯ মার্চ) দুপুরে ভিকটিমের ফুফু সোনারা বেগম (৩০) বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) তৎসহ ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন।
ঘটনার বিস্তারিত:
পবিত্র রমজান মাস উপলক্ষে বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন শিক্ষা (দারুল কিরাআত) চলছিল। গত ৬ মার্চ জোহরের নামাজের বিরতির সময় অন্যান্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করার পর অভিযুক্ত ইমাম ভুক্তভোগী ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
গ্রেফতার ও আইনি পদক্ষেপ:
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার আইনের আশ্রয় নিলে পুলিশ অভিযুক্ত শফিকুর রহমানকে গ্রেফতার করে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।