ছাতক সংবাদদাতাঃ
ছাতকে আন্তর্জাতিক কাষ্টমস দিবস উপলক্ষে ছাতক, চেলা ও ইছামতি স্থল শুল্ক ষ্টেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। আন্তর্জাতিক কাষ্টমস দিবসে ছাতক, চেলা ও ইছামতি স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা ও কর্মচারিদের পক্ষ হতে ভারতীয় কাষ্টমস ও বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ কর্মসূচি সহ উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬জানুয়ারি) দুপুরে ইছামতি জিরো পয়েন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দু’ দেশের কাষ্টমস সংক্রান্ত কার্যক্রমকে আরো সহজ ও গতিশীল করতে পারস্পরিক আলোচনা করেন দায়িত্বশীল কর্মকর্তারা। মতবিনিময় সভায় কাষ্টমস রাজস্ব কর্মকর্তা আরিফ মিয়া,মুজিবুর রহমান,আমিনুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফুল ইসলাম সহ উভয় দেশের কাষ্টমস কর্মকর্তা ও বিএসএফ কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। এছাড়াও ছাতক স্থল শুল্ক ষ্টেশনে আমদানিকারক সিএন্ডএফ এজেন্ট নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।