ছাতক সংবাদদাতা
ছাতকে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা,নুরুল আলম, প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,সমাজ
সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান,ছাতক সরকারি হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আজাদ প্রমুখ।
সভায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি,ডাকাতি,মাদক, জুয়া, দাঙ্গা সহ সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির উপজেলার বিভিন্ন ইউনিয়নে আইন- শৃংখলা বিষয়ক সভা অনু্ষ্ঠানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণে তার পরিকল্পনার কথা জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী বলেন,সমাজে শান্তিপূর্ণ ও স্হিতিশীল পরিস্থিতি বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিসহ সচেতন মহলের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, দেশের অগ্রগতি সমাজের শান্তিশৃঙ্খলার উপর অনেকাংশে নির্ভরশীল।