ছাতক প্রতিনিধিঃ
ছাতকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন করার অপরাধে ফরিদ আলী(৩০) নামের এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদা টিলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় এবং উত্তোলনকৃত প্রায় ৮০ফুট পাথর করা হয়। ফরিদ আলী হাদাচানপুর গ্রামের মৃত হানিফ আলীর পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার(ভুমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইসলাম উদ্দিন হাদা টিলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন করার অপরাধে ফরিদ আলীর বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করেন। এসময় উত্তোলনকৃত প্রায় ৮০ফুট পাথর জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আলী হোসেনের জিম্মায় দেয়া হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উদ্দিন জানান, টিলা কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে।##