ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি:
ছাতকে অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার (০৩জুন) দুপুরে ছাতক পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে ‘ছাতক অনলাইন প্রেসক্লাব’র আয়োজনে আহব্বায়ক প্রভাষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাজ্জাদ মাহমুদ মনিরের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক এম সাইফুর রহমান তালুকদার, এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাতক সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, সিলেট টাইমস ডটকমের সম্পাদক মোসাররফ হোসেন সুজাত, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাসলিমা জান্নাত কাকলী, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সিনিয়র সাংবাদিক তমাল পোদ্দার।
এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজ ছাতক উপজেলা প্রতিনিধি শংকর দত্ত, শুভেচ্ছা বক্তব্য রাখেন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা খয়ের আহমদ। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আলী আসগর।
ছাতক অনলাইন প্রেসক্লাবের নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুল আলীম পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। মোশাররফ হোসেনকে সভাপতি, সহ সভাপতি শংকর দত্ত, সাধারন সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির ও সুজন তালুকদার’কে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য কমিটি গঠন করা হয়।
শংকর দত্ত
০১৭১৩৮০৭৭১৬
৩/৬/২৩