ডাক ডেস্কঃ
সুনামগঞ্জ’র ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের হাকিম মাওলানা ফখরুল ইসলাম জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট ইমাম হিসেবে মনোনীত হয়ে ইসলামি ফাউন্ডেশন কর্তৃক সনদ ও নগদ অর্থের চেক গ্রহন করেছেন। গত ১৩/০৬/২০২৩ইং রাজধানী ঢাকার ইসলামি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সনদ ও চেক হস্তান্তর করা হয়।
তিনি একজন প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম। তিনি সমাজে অনুসরনীয় ব্যক্তিত্ব হিসেবে তার শিক্ষাগত যোগ্যতা, ধর্মীয় জ্ঞান ও ইসলামি মূল্যবোধের প্রচার-প্রসার, আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং প্রশিক্ষনলব্ধ জ্ঞান বাস্তবায়নে ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ সকল অবদানের স্বীকৃতি হিসেবে তাকে ২০১৬-২০১৭ অর্থ বছরে সুনামগঞ্জ জেলা ও সিলেট বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষনপ্রাপ্ত শ্রেষ্ট ইমাম হিসেবে সম্মানিত করা হলো।
হাকিম মাও ফখরুল ইসলাম ছাতক উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের চরদূলভ গ্রাম’র রাহাত উল্ল্যাহ ও জয়ফুল নেসার সূযোগ্য পুত্র। কর্মজীবনে মাও, ফখরুল ইসলাম উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খিদ্রাকাপন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে প্রায় ১ যূগেরও অধিক পরিমাণে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের ” দারুল উলুম চরমহল্লাহ আশাকাছর মাদ্রাসা”র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ইসলামিক ফাউন্ডেশন’র মহা পরিচালক ও ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক সুত্রে এ সংবাদ নিশ্চিত করা হয়েছে।