কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৬ ফেব্রæয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন মন্দির উদ্বোধন করা হয়ে হয়েছে। বুধবার পৌর শহরের নাচনাপাড়া হরিদাস সরকারের বাড়িতে এ মন্দির উদ্বোধন করা হয়। ওড়াকান্দি শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মন্দির উদ্বোধন করেন। এ সময় নির্বাহী সভাপতি মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর উপস্থিত ছিলেন। শুরুতেই মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা ও নিশান উত্তোলন, ফলক উম্মোচন, শান্তি হরি গুরু চাঁদ ঠাকুরের পুজা, আসন গ্রহন,মাল্যদান, গুরুপুজা, হরিলীলামৃত পাঠ ও মধ্যাহ্ন সময়ের প্রসাদ বিতরন করা হয়। বিকালে আলোচনা সভা, ঠাকুরের দল আগমন করে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৩০ টি মতুয়া দল রাত ভোর বিরামহীন ভবে হরিনামজ্ঞানুষ্ঠান করেন। বৃহস্পতিবার দুপুর থেকে শেষ বিকাল পর্যন্ত মহা প্রসাদ বিতরণ করা হয়। এতে প্রায় ৫ সহ¯্রাধিক মতুয়াভক্ত, সনাতন ধর্মের অনুসারীসহ অন্যান্য ধর্মের ভক্তরা উপস্থিত ছিলেন।