মুহাম্মদ আফজাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলা ভাটিপাড়া ইউনিয়নের চলন্ত সিঁড়ি সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলার,ভাটিপাড়া ইউনিয়ন ও শিমুলবাক ইউনিয়ন এর মধ্যে নিহত ও আহত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার বিতরণ সম্পন্ন।
৭ জুন ২০২৩ ইংরেজি রোজ বুধবার ভোরের দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নাজীর বাজারে বালিবাহী ট্রাক ও পিকআপের মুখামুখি সংঘর্ষে স্বজন হারা পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে চলন্ত সিড়ি সমাজ কল্যাণ যুব সংঘ।ঈদ সামগ্রী সমূহগুলো হলো চাউল, ডাল,পেঁয়াজ, রসুন,ময়দা,চিনি ও আলু।এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ভাটিপাড়া ইউনিয়ন শাখার সহ সভাপতি কাজী আবু তালেব,ভাটিপাড়া ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, সংগঠন এর সভাপতি মোঃরিপুল ইসলাম তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন ছাত্রদল এর সাবেক সভাপতি হাফিজ তারেক মনোয়ার বকুল, ভাটিপাড়া বড় মসজিদ এর ইমাম, মহিবুর রহমান, সংগঠন এর সহ সাধারণ সম্পাদক সোয়াইব আহমেদ বাপ্পি, প্রচার সম্পাদক আরশদ আহমদ তালুকদার,সিনিয়র সদস্য, সহিরুল ইসলাম সেনাম, আসুক আলী, শানুর, মুরাদ, মিনহাজ,আরমান আহমদ প্রমুখ।
চলন্ত সিড়ি সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি বলেন,দূর্ঘটনায় নিহত আহত পরিবারের মধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী অল্প ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছে।সমাজের বিত্তবান ও ধনাঢ্য ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করি।