ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
লামায় পাশ্ববর্তী চকরিয়ায় বরইতলী ইউনিয়নের ঐতিহ্যবাহী সূর্যব্রত পূজা উপলক্ষে গ্রাম্য মেলার শুভ উদ্ভোধন করা হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও শত বছরের ইতিহাসিক এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার(৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সূর্যব্রত মেলার শুভ উদ্ভোধন করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জমান। এতে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহফুজুুর রহমান মাহফুজ, বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম বাদল সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
প্রধান অতিথি নজরুল ইসলাম তার এক বক্তব্যে বলেন, বরইতলীর ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানের মধ্যে সূর্যব্রত মেলা অন্যতম। ছোট বেলা থেকে আমাদের সূর্য খোলায় আসার আগ্রহ উদ্দীপনা ছিল বেশি। বড়দের কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে ছুটে আসতাম মেলায়। এখন আমাদের প্রজন্মরা এ মেলার আনন্দ উপভোগ করে। তাই মেলার সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সবার। সবার প্রতি তিনি আহ্বান জানান,যেন কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে। হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রীস্টান সবাই মেলায় স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারে মত মেলা কমিটির প্রতিও আহ্বান জানান তিনি।