সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
খুনি হাসিনা মাওলানাদেরকে বাংলার জমিনে কোরআনের কথা বলতে দেয়নি। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের আংড়া মাদ্রাসা প্রাঙ্গনে ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি ও পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল বাদ যোহর হতে রাত ৮’টা পর্যন্ত আংড়া মেজবাউল উলুম দ্বিমুখী দাখিল মাদ্রাসার উদ্যোগে ও বড় মানিক কেরামতিয়া ঈদগা মাঠের সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওঃ মোঃ নিয়ামুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি আব্দুল গফুর মন্ডল আরো বলেন, আমরা মাহফিল করতে চাইলেই বাঁধা,শত শত মামলা আর হামলা হতো আমাদের বিরুদ্ধে। এরকম তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিল করতে পারিনি আমরা। খুনি হাসিনা আমাদেরকে করতে দেয়নি কিন্তু তাদের বাবার নামে বিভিন্ন অনুষ্ঠান হতো বাংলাদেশে বিনাবাঁধায়। ৪৯’তম এ তাফসিরুল কুরআন মাহফিলের জলসায় উপস্থিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের সামনে আল্লাহর রাসূল কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন ঢাকা থেকে আগত এ মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রধান মোফাচ্ছের আল্লামা তারেক মনোয়ার। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী মিডিয়া ঢাকার (বগুড়া) সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ আব্দুল গফুর জিহাদী। দ্বিতীয় বক্তা ছিলেন, কুষ্টিয়া তাফসির ইসলামী বিশ্ববিদ্যালয়ের কামিল হাদিস ফিকহা হযরত মাওঃ মোঃ আব্দুল ওয়াদুদ বিন শরীফ।
মাহফিলে আরো বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শামীম হোসেন মন্ডল ও থানা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী। প্রধান মেহমান ছিলেন এইচএসবিসি ব্যাংক বগুড়ার মোঃ সাখাওয়াত হোসেন ও অবসরপ্রাপ্ত আর্মি ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব আলম। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আংড়া মেজবাহউল উলুম দাখিল দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী। সহ-সভাপতি ছিলেন আংড়া
ঈদগা মাঠের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ফাহাদ হোসেন। মাহফিলের সঞ্চালনায় ছিলেন মাওঃ আব্দুল ওয়াদুদ বিন শরীফ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইউপি সদস্য আমিনুর ইসলাম আমু, রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।