জুয়েল মাহমুদ উজ্জল
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
টাঙ্গাইল, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, রাজবাড়ী, মেহেরপুর ও সিরাজগঞ্জ জেলার তিন শতাধিক চরমপন্থী সদস্যের দুই শতাধিক অস্ত্রসহ আত্মসমর্পণ। সিরাজগঞ্জ র্যাব ফোর্সেস আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, এমপি।
চরমপন্থী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে র্যাব ২০২০ সাল থেকে কার্যক্রম শুরু করে। তাদের আর্থিক প্রণোদনার মাধ্যমে গরুর খামার, পোলট্রি ফার্ম, মাছ চাষ, চায়ের দোকান, ভ্যান-রিকশা ও সেলাই মেশিন দেওয়া হয়। এই কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আজ ৩২৩ জন চরমপন্থী অস্ত্রসহ স্বাভাবিক জীবনে ফেরার জন্য আত্মসমর্পণ করেন।