জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া
০৯ জানুয়ারি ২০২৩ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ভেজাল ও নিম্নমানের সার বাজারজাত করণের দায়ে মিলন আহমেদ (৩২) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে একলক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ সোমবার বেলা ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ এই কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামী মিলন আহমেদ মিরপুর পৌরসভার থানাপাড়া মহল্লার কামাল উদ্দিনের ছেলে।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সে ২০২০সালে স্থানীয় থানাপাড়া এলাকায় ম্যারিকো এগ্রোভেট নামে সারের মোরকজাত করণের লাইসেন্স নেয়। এরপর নিম্নমানের ভেজাল সার বাইরে থেকে সরবরাহ করে মোড়ক জাত করেন। এরপর সেটি বাজারে বিক্রি করেন। তিনি আরও জানান, সারের বিষয়ে সন্দেহ হলে সেটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরে সার পরীক্ষা করে ভেজাল সনাক্ত করা হয়। ভেজাল সারের বিরুদ্ধে সর্বদা এই অভিযান অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ জানান, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭(২)(ঘ)/১৭(৩) ধারায় অপরাধে দোষী সাব্যস্থ হাওয়ায় তাকে ৭দিনের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে তাঁকে একলক্ষ টাকা অর্থদণ্ড করা হয়।