জুয়েল মাহমুদ উজ্জল, কুষ্টিয়া প্রতিনিধি
১১ ফেব্রুয়ারী ২০২৩ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জেলার কুমারখালীর আলাউদ্দিন নগরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী পিঠা উৎসব ও কৃষি পণ্য প্রদর্শনীর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলাউদ্দিন নগর শিক্ষা পল্লীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ।
নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলাউদ্দিন আহমেদ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ আব্দুল গফফার,আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ চয়েন উদ্দিন মোল্লা,আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেন জোয়ার্দার ।মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ স্হানীয় মানুষ পিঠা প্রদর্শন করেন। এছাড়া মাসরুম, মধু খামারীরা মেলায় অংশ গ্রহন করেন। মধু আহরনের কলা কৌশল প্রদর্শন করেন।খেজুরের গুড়ের চা, শিলাইদহ ডেইরীর বিশেষ ছাড়, আলো এগ্রো প্রসেস ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ফলন সারসহ বিভিন্ন কৃষি পণ্য ছিল মেলার অন্যতম আকর্ষন।